ছবি : ঢাকা ইনসাইটস
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে চাই।
তিনি ভারতকে ইঙ্গিত করে বলেন, এক্ষেত্রে ইণ্ডিয়ার মুদি সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই - শেখ হাসিনাকে শেল্টার দিয়ে আপনারা বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমরা এদেশের তরুণরা শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করতে চাই।
তিনি আরও বলেন, আপনারা শেখ হাসিনাকে হয় আমাদের হাতে, নয়তো আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে দিন। আর যতদিন পর্যন্ত তুলে না দিবেন ততদিন পর্যন্ত আপনাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে নরসিংদী জেলা আইনজীবী সমিতির বার অ্যাসোসিয়েশনে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আন্তর্জাতিক অপরাধের সামিল। কাজেই তাকে এই অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে উঠতেই হবে।
নির্বাচন প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক কোনো অবস্থাতেই থাকতে পারবে না। আ' লীগ বাংলাদেশে যে অপরাধ করেছে তাতে তারা নির্বাচন করার মতো নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই সংস্কার চাচ্ছেন না। কিন্তু সংস্কারের প্রয়োজন আছে।জনগণের মৌলিক অধিকারের স্বার্থেই সংস্কার প্রয়োজন। তিনি আরো বলেন, আমাদের মধ্যে ঐক্য আছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি সত্য। কিন্তু রাজনীতি অনেক কঠিন। এখানে আমরা নতুন। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই।
এনসিপি'র উত্তরাঞ্চলের সংগঠক এবং নরসিংদী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হারুন অর রশিদ, জেলা জামায়াতের আমীর মাওলানা মুছলেহুদ্দীন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মতামত