ছবি : সংগৃহীত
গোল করেননি, অ্যাসিস্ট নেই। কিন্তু ইংলিশ ক্লাবটির জার্সিতে নেমেই হামজা হয়ে উঠলেন মাঠের সেরা পারফর্মারদের একজন। গোলটাও পেতে পারতেন। শট নিয়েছিলেন একেবারেই নিখুঁত। কিন্তু কভেন্ট্রি গোলরক্ষকের দারুণ সেইভ হতাশ করলো বাংলাদেশি ফুটবলার হামজাকে। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তার দলের। ৩-১ গোলের সহজ জয়ই পেয়েছে দ্য ব্লেডসরা।
ম্যাচে হামজা খেলেছেন ৮৯ মিনিট। বলে টাচ ৪৮ বার। ৩১ পাসের মাঝে ২৫ পাসই ছিল পুরোপুরি নিখুঁত। ডুয়েল জিতেছেন ২টি। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন ৪ বার। পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়। ৮৯ মিনিটে তাই যখন মাঠ থেকে নামছিলেন, তখন পেয়েছেন সবার দাঁড়িয়ে দেয়া করতালি।
হামজাকে উঠিয়ে নেওয়ার পরই গোল হজম করে তার দল শেফিল্ড। কভেন্ট্রির হয়ে গোল করেন জ্যাক রুডোনি। তবে তার আগেই নিজেদের জয় নিশ্চিত করে নেয় শেফিল্ড। গোল পেয়েছিলেন গুস্তাভো হ্যামার, টেরিস ক্যাম্পবেল ও রিয়ান ব্রুস্টার।
ম্যাচের বেশির ভাগ সময় হামজা খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ২টি ট্যাকেল, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লক, ৩টি রিকোভারির পাশাপাশি ফাইনাল থার্ডে ৩ বার বল পাস দেন হামজা। দলের জয়ে গোল-অ্যাসিস্ট না করেও হামজা ছিলেন গুরুত্বপূর্ণ অংশ।
এই জয়ের পর ইংলিশ চ্যাম্পিয়নশিপে শীর্ষে উঠে এলো শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮৩। আজ অবশ্য নিজেদের ম্যাচে লিডস জিতলেই তারা চলে যাবে শীর্ষে। গোল ব্যবধানে এগিয়ে যাবে তারা।
মতামত