সারাদেশ

ঈদযাত্রা নিরাপদ রাখতে নরসিংদীর মহাসড়কে র‍্যাবের টহল ও তল্লাশী

প্রিন্ট
ঈদযাত্রা নিরাপদ রাখতে নরসিংদীর মহাসড়কে র‍্যাবের টহল ও তল্লাশী

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২৯ মার্চ ২০২৫, ভোর ৪:২৪

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে নরসিংদীতে মহাসড়ক গুলোতে টহল ও তল্লাশী কার্যক্রম চালিয়েছে র‍্যাব।ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। 

শুক্রবার  (২৮ মার্চ) রাতে কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম নেতৃত্বে জেলার মাধবদীর শেখেরচর ঢাকা-সিলেট মহাসড়কের বাবুরহাট কাপড়ের বাজারের পাশে, বাগহাহাটা, বাসাইল ও রেলওয়ে স্টেশন এলাকায়  চেকপোস্টে তল্লাশির মাধ্যমে এ কার্যক্রম চালানো হয়।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র‌্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময়ের ছুটির কারণে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনো যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই বা ডাকাতির কবলে না পড়ে, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে র‌্যাব নানা পদক্ষেপ গ্রহণ করেছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে ।’