ছবি : ঢাকা ইনসাইটস
পবিত্র মাহে রমজান মুমিনদের জন্য আনন্দের। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর রহমত ব্যাপকভাবে বর্ষিত হয়। তাই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব হয়। এই পবিত্র মাসে দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনায় প্রতিবারের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানবিক সংগঠন শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি।
বুধবার স্থানীয় সুধীজন,রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রসমাজের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি। এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিউল উলুম কাচারী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা অলিউল্লাহ।
শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি’র সভাপতি কামরুজ্জামান রাজু\'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক ই এলাহী\'র পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।
এই আয়োজনে ইফতারের পূর্বে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উমর ফারুক এর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আল ইমরান সম্রাট গণি বলেন,পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতি বছরই এই সংগঠন ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। এবার এই আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উমর ফারুক নেই,তিনি স্বৈরাচারের কবল থেকে দেশ ও জাতির মুক্তির জন্য জুলাই আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। আমরা শহীদ উমর ফারুক সহ এই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।
সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু বলেন,প্রতি বছর উমর ফারুক সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতেন। এবার তিনি আমাদের মধ্যে নেই। সংগঠনের সকল সদস্য খুব মিস করছি তাকে। তার আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সকলে তার জন্য দোয়া করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিক ই এলাহী বলেন,এই আয়োজনে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ উমর ফারুক একটি চেতনা। তিনি তার কর্মের মধ্য দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল গণি মাস্টার,মাসুম বিল্লাহ অভি,সংগঠনের সহ সাধারণ সম্পাদক অনিক, সদস্য শাহীন আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,আল আমীন শেখ,লাবীব, রাকিব, আজিজুল ইসলাম পারভেজ, মাসুম, আকিল,নাঈম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
মতামত