কক্সবাজার জেলার আলোচিত ঈদগাঁও- ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় আবারো ডাকাতি ও অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে। এবার মসজিদের এক রোজাদার ইমামকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ মার্চ মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় উভয় মূখী ৪ টি যাত্রীবাহী যানবাহনে ডাকাতদল হামলা চালিয়ে সর্বস্ব লুটে নেয়। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে গাড়ির গতিরোধ করে লুটপাটের পর সিএনজিতে থাকা ঈদগড় কাঠা জঙ্গলের বাসিন্দা মৃত আব্দু জলিলের পুত্র স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান (৩০) কে অপহরণ করে নিয়ে যায়।
ঈদগড় পুলিশের ইনচার্জ এসআই মনির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল ঈদগাঁও থানার অধীনে। এদিকে সড়কের যাত্রীরা ডাকাতি ও অপহরণ রোধে স্থায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত