সারাদেশ

কুমিল্লায় দুই এনজিওকর্মীকে নির্যাতনের ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রিন্ট
কুমিল্লায় দুই এনজিওকর্মীকে নির্যাতনের ঘটনায় যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, সন্ধ্যা ৭:০৭

কুমিল্লার চান্দিনায় ঋণের কিস্তি আদায় শেষে ফেরার পথে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি মো. শাওন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।