ছবি : ফাইল ফটো
সঙ্কট কাটিয়ে সোমবার নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তামিম। সেখানে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জীবনের অনিশ্চয়তা নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তামিম লেখেন, “হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এটি যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে—এই সত্য আমরা প্রায়ই ভুলে যাই। গতকাল দিনটি শুরুর সময় কি আমি জানতাম, আমার সঙ্গে কী ঘটতে যাচ্ছে?”
তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে পাশে পেয়েছি কিছু অসাধারণ মানুষ, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে উঠতে পেরেছি।”
জীবনের অনিশ্চয়তা বুঝিয়ে দিয়ে তিনি সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, “কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। এই ছোট জীবনে আমরা যদি কিছু করতেই না পারি, অন্তত একে অপরের বিপদে যেন পাশে দাঁড়াই—এটিই আমার অনুরোধ।”
ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম লেখেন, “আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।”
তামিমের এই পোস্ট তার ভক্তদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং মাঠে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
মতামত