সারাদেশ

দুর্গাপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রিন্ট
দুর্গাপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, বিকাল ৩:৫১

ছেলেকে বাসায় রেখে বাবা ধানক্ষেতে পানি দেবার জন্য বের হয়। ফিরে এসে দেখে ছেলের ঝুলন্ত নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়। নিহতের নাম সুমন মিয়া (১৮)।

সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সুমন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল। সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হয়। খেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তার ছেলের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে সে হতবিহ্বল হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।