আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার গতকাল রোববার সারা রাত উত্তেজনা তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা।
আজ সোমবার বেলা দুইটায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। দলের সাধারণ সম্পাদককে নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা জানান মজিবুর রহমান। তিনি বলেন, এত বড় গণ-অভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ ও উগ্র সমর্থকদের শিক্ষা হয়নি। তিনি বলেন, রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার নানা গুজব ছড়ায়। তারই অংশ হিসেবে আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে—এ ধরনের গুজব ছড়ানো হয়।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে, সেটি নস্যাতের জন্য এই চক্র কাজ করছে।
আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে সামনে এনে আওয়ামী লীগপন্থী ব্লগারেরা বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালায় বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি জানান, আসাদুজ্জামান ফুয়াদের ওই বক্তব্য ছিল গণ-অভ্যুত্থানকালীন, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট দলের এক বিক্ষোভ সমাবেশে দেওয়া। সেই পুরোনো বক্তব্যটি সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়। তিনি এর তীব্র নিন্দা জানান।
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মজিবুর রহমান বলেন, এই সময়ে রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা চলছে। এই সময়টাতে দেশবাসীকে ধৈর্য ও ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ প্রমুখ।
মতামত