প্রযুক্তি

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারে সেবা দেবে বিএসসিএল

প্রিন্ট
দেশে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারে সেবা দেবে বিএসসিএল

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, দুপুর ১২:৪২

আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে স্টারলিংক পরীক্ষামূলক ব্যবহারের কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।


সম্মেলনে ৫০ টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন সম্মেলনে। তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

বিএসসিএল সূত্রে জানা গেছে, ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার হবে। এতে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

কারিগরি সহায়তার বিষয়ে জানতে চাইলে বিএসসিএলের মুখপাত্র ওমর হায়দার বলেন, স্টারলিংক যেন বাংলাদেশে দ্রুত ইন্টারনেট সেবা শুরু করতে পারে তার জন্য সহায়তা করতে প্রস্তুত বিএসসিএল। বিএসসিএলের নিজস্ব গ্রাউন্ড ষ্টেসন, নিজস্ব কর্মী দিয়ে স্যাটেলাইট অপারেট করার অভিজ্ঞতাসহ সকল ধরনের কারিগরি সক্ষমতা রয়েছে।

তিনি আরো বলেন, কিছুদিন আগে আমরা বিএসসিএলের ছাদে স্টারলিংকের হোম কিট এবং এন্টারপ্রাইজ কিট টেস্ট করেছি। হোম কিটে বেশ সিগনিফিকেন্ট ডাটা রেটও পাওয়া গেছে। বিনিয়োগ সম্মেলনেও আমরা পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কানেক্টিভিটি ফ্যাসিলিটেট করবো।

উল্লেখ্য, সম্মেলনের উদ্দেশ্য নিয়ে আয়োজকরা জানান, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধানতম উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে।

তারা আরও জানান, চারদিনব্যাপী সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৮ এপ্রিল তারা নারায়নগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।