সারাদেশ

জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে নোবিপ্রবির অধ্যাপক ড. আফসানা

প্রিন্ট
জাতিসংঘের প্রথম ডেল্টা সামিটে নোবিপ্রবির অধ্যাপক ড. আফসানা

প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, সকাল ১০:৪৬

 জাতিসংঘের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রথম UNCCRD ডেল্টা সামিট ২০২৫ এ অংশগ্রহণ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন।

“DeltasUNite to save our deltas” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘে একটি হোয়াইট পেপার পেশ করা, যা COP28-এ অনুমোদিত UN Convention for Conserving River Deltas (UNCCRD) বাস্তবায়নে সহায়তা করবে।

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) কনফারেন্স সেন্টার-এ আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ১৪টি দেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাংলাদেশের উপকূলীয় বাস্তবতা সম্পর্কে তুলে ধরেন ড. আফসানা পারভীন। তার গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় বদ্বীপ এলাকার জীবন-জীবিকার উপর প্রভাব তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় বন্যা কিভাবে স্থানীয় জনগণের জীবনে বিপর্যয় সৃষ্টি করছে। দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা।

খাদ্য নিরাপত্তা ও স্থানীয় সম্প্রদায়ের অধিকার রক্ষা নিশ্চিত করার কৌশল।

তার গবেষণায় আরো উল্লেখ করেন, বাংলাদেশের বাস্তবতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন প্রচেষ্টা এবং তাদের টিকে থাকার সংগ্রামের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করেন।

ড. আফসানা পারভীন বলেন, “দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে পারা গর্বের বিষয়। আমি নোবিপ্রবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই এবং এ ধরনের সম্মেলনে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখতে চাই।”