ছবি : ঢাকা ইনসাইটস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু করে ডি ইউনিটের পরীক্ষা পর্যন্ত ফ্রি বাস সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই চক্রে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনায় বাঁশখালীর প্রায় ৯০০ এর অধিক শিক্ষার্থীরা ফ্রি বাসে করে ভর্তি পরিক্ষায় অংশ নিয়ছে যা পরিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে।
এছাড়াও এসোসিয়েশনের সদস্য রা অত্যন্ত আন্তরিকতার সহিত প্রিয় জনপদের স্বপ্নবাজদের পরিক্ষা সংক্রান্ত নানান সহায়তা, পরামর্শ প্রদান ও নির্বিঘ্নে পরিক্ষার কেন্দ্র পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে পরিক্ষা শেষে আবার বাসে করে নিয়ে এসেছে।
সংগঠনটির প্রচার সম্পাদক ইমরানুল হক নূরী বলেন, “আমরা বাঁশখালীতে উচ্চশিক্ষার প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরো বিস্তৃত হবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম বলেন, “আমরা বিগত কয়েক বছর ধরে এই সেবা দিয়ে আসছি। প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালী থেকে প্রায় ১০০জন ভর্তিযুদ্ধে কৃতকার্য হয়ে এখানে ভর্তি হয়। এতে আমাদের এই কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করে আসছে।” তিনি আরো বলেন, “প্রিয় জনপদ বাঁশখালীর ছাত্র জনতা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমাদের কাজ করার প্লান আছে। এতে আমরা বাঁশখালীর সকল স্তরের মানুষদের পাশে চাই।”
এ নিয়ে বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি, মোহাম্মদ এনামুল হক বলেন, “বাঁশখালীর অনেক উদীয়মান শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসেন। এদের অনেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত, বিভিন্ন হল,ও ভর্তি পরিক্ষা সংক্রান্ত নানান সমস্যা নিয়ে অবগত নন। এ নিয়ে পরিক্ষার্থীরা পরিক্ষার আগে উদ্বিগ্ন থাকেন। এই উদ্বিগ্নতা কাটাতে পরিক্ষা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মাধ্যমে ফ্রি বাস সার্ভিস ও নানান পরামর্শ দিয়ে আসছে। এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত।”
এনামুল আরো যুক্ত করেন যে, “এই যাত্রায় “এস আর স্পেশাল” সহ বাঁশখালীর বিভিন্ন সমাজসেবক ও রাজনীতিবীদ আমাদের পাশে দাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। “
উল্লেখ্য বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় বাঁশখালীর ভর্তি পরিক্ষার্থীদের সুবিধার্তে ফ্রি বাস সেবা, ভর্তি সংক্রান্ত পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে।
মতামত