লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৫ বাংলাদেশীকে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকালে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি সীমান্তে ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল তাদের আটক করেন। পরে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৫জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্থান্তর করে বিএসএফ।
আটক ৫ বাংলাদেশী হলেন- ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেনের সন্তান ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেনের সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সকলেই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এবং অপর দুজন হলেন- আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২), আদম আলীর স্ত্রী আমিনা বিবি (৪২) তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।
রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, বিএসএফের এর সাথে আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশীকে ফেরত নেয়া হয়েছে তাদেরকে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত