ছবি : সংগৃহীত
শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে ‘গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ’- এর দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ পরবর্তী শহিদ মিনার অভিমুখে মিছিল করে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের পতন ভোটে না, গণঅভ্যুত্থানে হয়েছে। বাংলাদেশে সব হবে কিন্তু তা আওয়ামী লীগকে বাইরে রেখে। নির্বাচন কমিশনকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন। এরা ভারতের নাটাইয়ে চলে। আমরা ৫ তারিখ সেই সূতা কেটে দিয়েছি।’
রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে হাসনাত বলেন, ‘জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আওয়ামীকে পুনর্বাসন করেছিল, জিয়াউর রহমানকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামায়াত তাদের নেতাদের জীবন দিয়ে সেই দায় পূরণ করেছেন। আমরা তাদের সুযোগ তৈরি করে দিলে আমাদেরও সেই দায় মেটাতে হবে।’
তিনি বলেন, ‘যে বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি, পিলখানা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হয়নি সেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। দশটা নমরুদ ও দশটা ফেরাউন মিলেও একটা হাসিনা হতে পারবে না।’
এসময় অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সংগঠনের অন্যতম সদস্য রফিকুল ইসলাম আইনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত