সারাদেশ

দুর্গাপুরে ছাত্রদলের ইফতার, খালেদা জিয়ার সুস্থতা কামনা

প্রিন্ট
দুর্গাপুরে ছাত্রদলের ইফতার, খালেদা জিয়ার সুস্থতা কামনা

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, দুপুর ২:০৬

দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার উপজেলার বুরুঙ্গা এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আউয়াল,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইমরান হাসান রাকিব,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব মাসুম বিল্লাহ,যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়,এম এস আই শিশির,আলমগীর হোসেন,শাওন শওকত,তোফাজ্জ্বল হোসেন, নূর জামান,হুমায়ূন কবির,দেলোয়ার হোসেন,মাসুম পালোয়ান,রুবেল হোসেন,আরিফুর রহমান,জুয়েল রানা,কাজী আতিকুর রহমান,সুজাত আহমেদ সহ অনেকে। 

দুর্গাপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজানে গরীব,অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। 

এই আয়োজনে উপস্থিত হয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন,দীর্ঘ সময় পর মুক্ত পরিবেশে এমন ইফতার আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে দলকে আরো বেশি সুসংগঠিত করবেন এই প্রত্যাশা রাখছি।