ছবি : ঢাকা ইনসাইটস
নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বিশ্ববান্ধব কবি সম্মেলন ২০২৫। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অনাথ বন্ধু সম্মাননা পেয়েছে দুর্গাপুরের মানবিক ও সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন।
এবার আরো সম্মাননাপ্রাপ্ত হয়েছেন - শিক্ষা বিভাগে সুরৎ চন্দ্র দে,সাহিত্যে তানভীর জাহান চৌধুরী ও রাকিবুল ইসলাম সৌমিক,সমাজসেবা বিভাগে পথ পাঠাগার ও সাংবাদিকতায় তোবারক হোসেন খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান। এতে সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বিদ্যুৎ সরকার ও কবি দুনিয়া মামুন।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন কবি লোকান্ত শাওন,কবি আবুল বাশার,কবি জীবন চক্রবর্তী, কবি কাজল তালুকদার সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা পর্বে অতিথিরা বলেন, নিত্যানন্দ গোস্বামী নয়নযোগী একজন মানবতার কবি ছিলেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশ্ববান্ধব কবি সংঘ। মানবতার কল্যাণে তার কাজ আমাদের পাথেয় হয়ে থাকবে। এই আয়োজনে যারা সম্মাননা প্রাপ্ত হয়েছেন, এই সম্মাননা তাদের কাজকে আরো বেগবান করবে।
মতামত