সারাদেশ

নরসিংদীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

প্রিন্ট
নরসিংদীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, রাত ৯:৫১

র‍্যাব -১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প ও র‍্যাব -১৪ সিপিসি কর্তৃক এক বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী রাকিব (৩৫)কে গ্রেপ্তার করেছে। 

র‍্যাব-১১ জানিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে গত ১৯ মার্চ রাতে নরসিংদী ও ভৈরব র‍্যাব এক যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে আসামী রাকিবকে গ্রেপ্তার করে। 

ধৃত: রাকিব গত ১৬ মার্চ রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের তিন সন্তানের জননীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ব্যাপারে ভিকটিমের ছেলে বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে।