ছবি : সংগৃহীত
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন কাবরেরার শিষ্যরা। আর স্থানীয় সময় বিকেল ৪টায় শিলংয়ে পৌঁছায় তারা। যেখানে দলের সফরসঙ্গী হয়েছেন ২৪ জনের স্কোয়াড। মূলত দেশ ছাড়ার আগে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করতে না পারায় অতিরিক্ত একজনসহ মোট ২৪ জনের দল নিয়ে দেশ ছাড়েন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
দলের প্রথমবারের মতো যুক্ত হয়ে দেশের ফুটবলের উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। এর আগে ১৭ মার্চি ইংল্যান্ড থেকে সপরিবারে সরাসরি সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।
এদিকে হামজার জাতীয় দলে যুক্ত হওয়ার খবর শোনার পর অবসরের আট মাসের মাথায় অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরেছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। অবশ্য ফেরার পর গতকাল বুধবার মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের দেখাও পান তিনি। সেই ম্যাচটিতে মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারায় তারা। অবশ্য জয় পেলেও মাঠ থেকে ছিটকে গেছেন ভারতের তিন জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যে কারণে হামজাদের বিপক্ষে খেলার আগে তাদের শক্তি অনেকটা খর্ব হয়ে আছে। আর এটাই কাজে লাগাতে হবে বাংলাদেশকে।
মতামত