সারাদেশ

শেকৃবিতে বৃহত্তর ঢাকা জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
শেকৃবিতে বৃহত্তর ঢাকা জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, বিকাল ৫:০২

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো.আবুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রাশেদুল হাসান হারুন, সাবেক আহ্বায়ক, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টর, ছাত্র পরামর্শকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

ইফতার পূর্ব মুহূর্তে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছাত্রকল্যাণ সমিতির ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে।

বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিনিধি জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মানসিকতা তৈরি করা, যা তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।