ছবি : ফাইল ফটো
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'ডিএনএ ছাড়া ধর্ষণের বিচারিক কার্যক্রম এগিয়ে নেয়ার আইন হয়েছে। পরিবর্তন আনা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার ক্ষেত্রেও। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে সর্বোচ্চ ৭ বছর করা হয়েছে।'
তিনি বলেন, 'সরকারি বাড়ি ক্রয়ে নাম পরিবর্তনের বাঁধা দূর হচ্ছে। চৈত্র সংক্রান্তিতে পার্বত্য তিন জেলায় সরকারি ছুটির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমতলে যারা আদিবাসী রয়েছে তারা এই ছুটির আওতায় থাকবে।'
সংবাদ সম্মেলনে ভারতের নয়াদিল্লির পরিবর্তে ঢাকা থেকে অষ্ট্রেলিয়ার ভিসা পাওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন প্রেস সচিব।
তিনি বলেন, 'সরকারি বিভিন্ন দপ্তরে এক লাখ ৭২ হাজার পদ খালি রয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন পদ পূরণের বিষয়ে।'
ভারতের সাথে সম্পর্কের বিষয়ে শফিকুল আলম বলেন, 'ভারতের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক রয়েছে। ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবো আমরা।'
মতামত