বিনোদন

অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

প্রিন্ট
অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, দুপুর ১:১৮

চিত্রনায়িকা বর্ষার ক্যরিয়ার শুরু ছোট পর্দার মডেল হিসেবে। ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বেধে বড়পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার। টেকনিক্যাল দিক মানসম্মত হওয়ার কারণে সে সময় ছবিটি বেশ আলোচনায় আসে। তবে দর্শকের মন ভরাতে পারেনি অনন্ত-বর্ষার অভিনয়।


এরপর তারা বেশকিছু ছবি করেছেন একসঙ্গে, কোন কোনটি সুপারহিটও হয়েছে। কিন্তু আর কখনোই নিজেদের অভিনয় নিয়ে প্রশংসা কপালে জোটেনি এই তারকা জুটির। তবে ব্যক্তিজীবনের জটিলতা এবং ফানি আচরনের জন্য দর্শকের বেশ আগ্রহ তৈরি হয় তাদের প্রতি।

সোশ্যাল মিডিয়ার যুগে নানা সময় তাদের নানা মন্তব্য কিংবা সিনেমার দৃশ্য নিয়ে মিম-এর বন্যা বয়ে গেছে। দাম্পত্য কলহ গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। তবে সব মিটিয়ে তারা এখন সুখে আছেন, এমনটাই দেখা যায় সোশ্যাল মিডিয়া কিংবা তাদের কথা বার্তায়।

এবার নায়িকা বর্ষা ঘোষণা দিলেন তিনি আর সিনেমা করবেন না। স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে এ কথা বলেন বর্ষা। তার ভাষ্য, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোন ছবি করবো না।’

কেন আর সিনেমা করবেন না এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততোদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।’

বর্ষার মুখের কথা কেড়ে নিয়ে অনন্ত বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।’ কিন্তু বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্তরও কোন আপত্তি নেই সেটা তার কথায় বোঝা গেছে।

এরপর তিনি আরও বলেন, ‘তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শুধু নিজের ব্যাপারে না, অনন্ত জলিল অভিনয় করে যাবেন কি না সে বিষয়েও কথা বলেছেন বর্ষা। তিনি বলেন, ‘অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবো। অন্য নারীদের দিয়ে তাকাবেও না।’

তবে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হচ্ছেন না। কারণ তিনি বিগত কয়েক বছর ধরেই ধর্মকর্মে বেশ মন দিয়েছেন। রোজা বলে সংবাদ সম্মেলনে তিনি বিনা মেকাপই হাজির হয়েছেন।