ছবি : ঢাকা ইনসাইটস
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্তর্জাতিক সংস্থা CABI-এর উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ মার্চ) রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের কৃষি ও পরিবেশবিষয়ক গবেষণা, জ্ঞান অর্জন এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ। এছাড়া, CABI-এর প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য CABI-এর বিভিন্ন অনলাইন কোর্স, গবেষণা রিসোর্স এবং কৃষি-সংক্রান্ত তথ্যভান্ডারের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। কীভাবে শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন, গবেষণার মানোন্নয়ন করতে পারেন এবং কৃষি ক্ষেত্রে যুগোপযোগী জ্ঞান অর্জন করতে পারেন, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ বলেন, "শিক্ষার্থীদের কৃষি সম্পর্কে গভীর ও ব্যবহারিক ধারণা দিতে CABI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি নিজেও তাদের কিছু কোর্স করেছি, যা অত্যন্ত কার্যকর। শিক্ষার্থীদের জন্য এটি সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।"
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সাউরেস (SAURES) এর পরিচালক অধ্যাপক ড. আমিনুজ্জামান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, "CABI-এর কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। এগুলো যদি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়, তবে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।"
সেমিনারে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, "আমার স্নাতক পর্যায়ে পড়ার সময় অনেক বিষয় বুঝতে সমস্যা হতো, বিশেষ করে কিছু বিষয়ের পার্থক্য স্পষ্ট না হওয়ায় বিভ্রান্তি তৈরি হতো। CABI-এর কোর্সগুলো এই সমস্যার সমাধানে সহায়ক হবে বলে মনে করি।"
সেমিনারে উপস্থিত শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে কৃষি গবেষণায় অবদান রাখার জন্য অনুপ্রাণিত করবে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে যদি CABI-এর মতো আন্তর্জাতিক সংস্থার রিসোর্স তুলে দেওয়া যায়, তবে তারা শুধু তাত্ত্বিক জ্ঞানে নয়, বাস্তব ক্ষেত্রেও দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে উঠতে পারবে বলে মতামত বিজ্ঞজনদের।
CABI (Centre for Agriculture and Biosciences International) একটি আন্তর্জাতিক, আন্তঃসরকারি, অলাভজনক সংস্থা, যা বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিনিময়ের মাধ্যমে কৃষি ও পরিবেশগত সমস্যার সমাধানে কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশে কৃষি গবেষণা, কীটপতঙ্গ ব্যবস্থাপনা, উদ্ভিদ স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার উন্নয়নে এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মতামত