শিক্ষাঙ্গন

বিএইচপিআই’তে নরসিংদী জেলা ছাত্রকল্যাণের ইফতার ও গেট টুগেদার

প্রিন্ট
বিএইচপিআই’তে নরসিংদী জেলা ছাত্রকল্যাণের ইফতার ও গেট টুগেদার

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:০০

"এক সুর, একই টান / নরসিংদী জেলাস্থ বিএইচপিআন" মূল মন্ত্র ধারণ করে বিএইচপিআই (সি.আর.পির শিক্ষা প্রতিষ্ঠান) এ নরসিংদী হতে আগত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সাভারের একটি রেস্তোরাঁয় এই ইফতার, দোয়া মাহফিল ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়।

এতে বিএইচপিআই, সাভারে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচ ও ডিপার্টমেন্ট এর নরসিংদী জেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

পোগ্রামে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এটি আমাদের জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের একত্রিত করে ঐক্যবদ্ধ থাকার একটি অরাজনৈতিক এবং সেবামূলক প্লাটফর্ম। সকল ব্যস্ততার পর যখন নিজ জেলার মানুষদের নিয়ে এমন একটি আয়োজন হয় তখন সত্যি ই অনেক ভালোলাগা কাজ করে। এছাড়া নিজেদের মধ্যে সম্প্রতি বৃদ্ধি পায়। সামনে আরও সুন্দর সুন্দর পোগ্রাম আয়োজন করে এখানে আমার জেলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ।