ছবি : সংগৃহীত
নরসিংদীতে মনোহরদী থানা পুলিশ দুইটি বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার সকালে নরসিংদী পুলিশ সুপার মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান এ তথ্য জানান।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নানের দিক নির্দেশনায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহীনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগী বাজার এলাকার জৈনক কোহিনুর এর বাড়ী নিকট থেকে মো: মামুন প্রধান (৩৬) পিতা: মন্তাজ উদ্দিন গ্রাম আশ্রাফপুর থানা শিবপুর এবং একই গ্রামের আজিম খান পিতা: দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের দেহ তল্লীশী করে দুটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। ধৃত ব্যক্তিরা অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে বিক্রি করার জন্য ক্রেতার জন্য অপেক্ষা করছিল। তারা দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা করে আসছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মতামত