প্রযুক্তি

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সঙ্গে স্টারলিংকের আলোচনা

প্রিন্ট
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সঙ্গে স্টারলিংকের আলোচনা

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, বিকাল ৩:২৮

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংক-এর মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় বিএসসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং ও মার্কেট অ্যাক্টিভেশন বিভাগের পরিচালক মিজ রেবেকা স্লিক হান্টার অংশ নেন।  

আলোচনায় বিএসসিএলের পক্ষ থেকে স্যাটেলাইট পরিচালনা ও স্যাটেলাইট-ভিত্তিক সেবা প্রদানে তাদের দক্ষ ও অভিজ্ঞ জনবল এবং আধুনিক গ্রাউন্ড স্টেশন সুবিধাসহ বিভিন্ন সক্ষমতার বিষয়ে তুলে ধরা হয়। পাশাপাশি স্টারলিংকের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

স্টারলিংকের পক্ষ থেকে মিজ রেবেকা স্লিক হান্টার প্রতিষ্ঠানটির বিজনেস মডেল এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে তা ব্যাখ্যা করেন।  

আলোচনা সভায় বিএসসিএলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।