ছবি : ঢাকা ইনসাইটস
নেত্রকোণার দুর্গাপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। এই আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।
দুর্গাপুর পৌর বিএনপির ৩ ও ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শনিবার এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করা হয়।
দুর্গাপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে ধর্মীয় বন্ধন আরো মজবুত হয়৷ গরীব,অসহায় মানুষকে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী সকলের মঙ্গল কামনা করা হয়েছে। এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ,সদস্য সচিব হারেজ গণি, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু,সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি।
পৌর বিএনপির এই ইফতার আয়োজন সফল করতে সার্বিক দায়িত্ব পালনে মূখ্য ভূমিকা রাখেন পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম,সদস্য সচিব আবুল কাশেম ভেলু,৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মানিক,সদস্য সচিব আব্দুল আলী।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডা.জুবায়ের হোসেন।
এই আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক বিকাশ সরকার,শাখাওয়াত হোসেন সজীব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইমরান হাসান রাকিব,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন,সদস্য সচিব সোহেল আকাশ,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়,পৌর ছাত্রদলের সদস্য সচিব নুরুজ্জামান জনি,ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনির হোসেন,সদস্য সচিব মামুন মিয়া সহ অনেকে।
মতামত