ছবি : ঢাকা ইনসাইটস
খেটে খাওয়া সাধারণ মানুষকে নিয়ে নেত্রকোণার দুর্গাপুরে ইফতার আয়োজন করলো স্বেচ্ছাসেবক দল। শুক্রবার উপজেলার ১ নং কুল্লাগড়া ও ২ নং দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
স্বেচ্ছাসেবক দলের এই ইফতার আয়োজনে খেটে খাওয়া সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তৃপ্তি সহকারে ইফতার করতে পেরে তারা আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন।
দিনমজুর ইদ্রিস আলী বলেন,আজ তৃপ্তি সহকারে ইফতার করলাম। যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এমন ইফতার আয়োজন অব্যাহত থাকলে খেটে খাওয়া মানুষদের জন্য খুব উপকার হতো।
দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল বলেন,স্বেচ্ছাসেবক দল সবসময়ই চেষ্টা করে সাধারণ মানুষের পাশে থাকতে। আমাদের নেতা,কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক দিকনির্দেশনায় আমরা এই আয়োজন করেছি। পবিত্র রমজানে সকল ভেদাভেদ ভুলে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো উচিত আমাদের।
স্বেচ্ছাসেবক দলের দুই ইউনিয়নের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল,সদস্য সচিব হিমেল সরকার,ইমরান হাসান রাকিব,সুমন মন্ডল,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহ আলম,১ নং কুল্লাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব ইলিয়াস হোসেন,২ নং দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: হাসান, সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতামত