ছবি : ঢাকা ইনসাইটস
দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনায় নেত্রকোণার দুর্গাপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর পৌর বিএনপির ১ ও ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পৌর শহরের মার্কাজ মাদ্রাসা ময়দানে শুক্রবার এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দুর্গাপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে ধর্মীয় সহনশীলতা ধরে রাখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এই আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের সার্বিক দিকনির্দেশনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গণি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমরোজ হোসেন,রিয়াজুল করিম,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু,সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি,জুয়েল মিয়া,রাজিব তালুকদার,শহীদ মুন্সী,আনোয়ার হোসেন,মোশাররফ হোসেন শাওন,সোহেল আকাশ,আরিফুর রহমান,নুরুজ্জামান জনি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত