সারাদেশ

ভুট্টার রঙ্গিন ফুলের মুগ্ধতা ছড়াচ্ছে গ্রামীণ রাস্তার পথচারীদের

প্রিন্ট
 ভুট্টার রঙ্গিন ফুলের মুগ্ধতা ছড়াচ্ছে গ্রামীণ রাস্তার পথচারীদের

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, বিকাল ৩:২৩

 লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার বিভিন্ন মাঠে সারা জাগিয়েছে ভুট্টার রঙ্গিন ফুল। সেই সাথে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন লালমনিরহাট জেলার কৃষকেরা। সাদা ফুলের পাশাপাশি রঙ্গিন ফুলে ফুলে ভরে উঠেছে কৃষকের ভুট্টার ক্ষেত। ইরি-বোরো ধানের পাশাপাশি এই মুহর্তে ভুট্টার জমিতে নজর রাখছেন কৃষকেরা।

সরেজমিনে লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাদা ফুলের পাশাপাশি রঙ্গিন ফুলে ফুলে ভরে উঠেছে কৃষকের ভুট্টার ক্ষেত। তবে এই ভুট্টার রঙ্গিন ফুল কোনো ঘ্রাণ পাওয়া না গেলেও দেখতে মন ভরে যায়।

যা সত্যিকার অর্থে ভুট্টার এই রঙ্গিন ফুলে মুগ্ধতা ছড়াচ্ছে গ্রামীণ রাস্তার পথচারীদের।

উল্লেখ্য যে, এ বছর লালমনিরহাট জেলায় ৩৩হাজার ৫৫হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গত বছরের তুলনায় ১শত ৫০হেক্টর বেড়েছে।