বিনোদন

৬ বছরের বাচ্চার মায়ের প্রেমে মজেছেন আমির খান

প্রিন্ট
৬ বছরের বাচ্চার মায়ের প্রেমে মজেছেন আমির খান

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, দুপুর ১২:৪৪ আপডেট : ১৪ মার্চ ২০২৫, দুপুর ১২:৪৫

‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় অভিনয় দিয়ে বলিউডে যাত্রা শুরু। তার আগে বেশ কিছু ছবিতে শিশুশিল্পীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। যার নামের আগে কোনো বিশেষণ প্রয়োজন হয় না। বলিউড সুপারস্টার ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা তিনি। আপনাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি আমির খানের কথা।  


আজ শুক্রবার (১৪ মার্চ) ৬০ বছরে বয়সে পা রাখলেন তিনি। এখন থেকে দেশটির সিনিয়র সিটিজেন অভিনেতা। নিজের জন্মদিন অনুষ্ঠানে জানালে গৌরী স্প্র্যাট সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন তিনি।

মুম্বইয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জন্মদিন পার্টিতে কথায় কথায় প্রেমের কথা জানান তিনি। ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে তালাক দিলে দীর্ঘ পাঁচ বছর একাই ছিলেন অভিনেতা। এর আগে বহুবার প্রেমের গুঞ্জনে সংবাদের শিরোনাম হয়েছেন। 

আমির খান জানিয়েছেন, গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। তবে দুইজনের পরিচয় দীর্ঘ ২৫ বছরের। বর্তমানে তার একত্রবাস করছেন। তাদের প্রেমের বিষয় জানাজানি হলে পরিবারে সবাই খুশি হয়েছে, বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশি কিছু জানেন না গৌরী। আমির অভিনীত মাত্র দুইটি ছবি দেখেছেন তিনি। এমনকি অভিনেতাকে ‘তারকা’ বলে মনে করেন না; বলে জানিয়েছেন আমির নিজেই। 

প্রেমিকা সম্পর্কে খান জানিয়েছেন, তিনি অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল।